বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার সমবায় এলাকায় খেলার মাঠ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কলেজ ছাত্রসহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. মহাসিন সিকদার (২০), মো. নাছরুউল্লা (২২), বড়ইয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী মো. মাহফুজ (১৯) এবং মো. শামিম সিকদার (২৩)।
মামলার প্রধান আসামি মেঃ সোহাগ (৩৫) সহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করে মামলাটি করেছেন গুরুতর আহত কলেজ ছাত্র মহাসিনের বাবা মোসলেম সিকদার। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মুজিবকেল্লা মাঠে দীর্ঘদিন ধরে স্থানীয় ছাত্র ও যুবকরা খেলাধুলা করতেন। সম্প্রতি মেঃ সোহাগ তাদের মাঠে খেলতে নিষেধ করলে বিরোধ সৃষ্টি হয়। গত ১১ ডিসেম্বর সন্ধ্যার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দা, রামদা, লোহার হাতুড়ি, পাইপ এবং লাঠিসোঁটা নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। হামলায় মহাসিন সিকদার গুরুতর আহত হন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
আহত শামিম ও মাহফুজ জানান, “আমরা মুজিবকেল্লার মাঠে নিয়মিত খেলাধুলা করি। সেখানে মাদকসেবনের অভিযোগ করায় সোহাগ ও তার সঙ্গীরা আমাদের সঙ্গে বিরোধে জড়ায়। ঘটনার দিন হঠাৎ আমাদের উপর অতর্কিত হামলা চালায় তারা।”
এ ঘটনায় থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, “সমবায় এলাকার ঘটনার পর উভয় পক্ষ থানায় মামলা করেছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবকেল্লার মাঠে খেলাধুলা বন্ধ করে মাদক সেবনের বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আহতদের পরিবার এবং স্থানীয়রা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Leave a Reply