রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর উঠান বৈঠকে হামলার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আওয়াম লীগের বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন (আনারস) এর চার সমর্থক আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বড়বাইশদিয়ার চরগঙ্গা সাইক্লোন শেল্টারের কাছে এ ঘটনা ঘটে।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক (নৌকা) দাবি করছেন, তার সমর্থকদের ওপর হামলা করা হয়েছে বিদ্রোহী প্রার্থীর উঠান বৈঠক থেকে। এ সময় তার দুই সমর্থক আহত হয়েছেন বলে জানান তিনি।
বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন জানান, প্রশাসনের অনুমতি নিয়ে বিকেল ৪টায় উঠান বৈঠকের সময় নির্ধারণ করা হয়। বৈঠকের প্রস্তুতিকালে বিকেল সাড়ে ৩টার দিকে নৌকার কিছু লোকজন এসে উঠান বৈঠক না করার জন্য হুমকি দিয়ে যান। পরে পুলিশকে বিষয়টি অবহিত করে নির্ধারিত সময়ে উঠান বৈঠক শুরু করা হয়। শুরুর পরই নৌকার সর্থকরা লাঠিশোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আমার চারজন সমর্থক আহত হয়। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করেন।
পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক জানান, আমার কয়েক জন সমর্থককে আলাদা পেয়ে আনারস মার্কার উঠান বৈঠক থেকে হামালা চালানো হয়। এ সময় নৌকার দুই সমর্থক আহত হয়েছে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, আনারস মার্কার উঠান বৈঠক চলাকালে নৌকার সমর্থকদের সাথে হাতাহাতি হয়। এতে দুই পক্ষেরই দোষ আছে। উভয়ের লোকজন আহত হয়েছে। তবে গুরুতর সমস্যা হয়নি কারো।
Leave a Reply