রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ মাছের উৎপাদন বৃদ্ধি ও ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধের লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ কম্বিং অভিযান চালিয়ে চার লাখ টাকার ৭টি নিষিদ্ধ ‘বেহুন্দি’ জাল জব্দ করেছে মৎস বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার রাবনাবাদ নদী থেকে এ জাল জব্দ করা হয়। অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল হক বাবুলের উপস্থিতে ফুলখালী স্লুইস ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড রাঙ্গাবালী জোনের কন্টিনজেন্ট কমান্ডার এন ইউ আরিফ জানান, ‘মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল নির্মূলে নদ-নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল হক বাবুল বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষা, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে ৩০ দিন ব্যাপী বিশেষ কম্বিং অভিযান পরিচালনা করা হচ্ছে।’
Leave a Reply