শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী জেলা শহরের টাইন কালিকাপুরে মাতবর বাড়িসংলগ্ন এলাকায় গেল শনিবার মৃত্যুবরণকারী আবদুর রশিদের (৬৫) শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ পাওয়া যায়নি। আইইডিসিআর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ নিয়ে পটুয়াখালী থেকে পাঠানো তিনজনের রিপোর্টই করোনাভাইরাসে নেগেটিভ এসেছে। এর ফলে আবদুর রশিদের শরীরে করোনাভাইরাস না পাওয়ায় স্থানীয় জেলা প্রশাসন ওই বাড়িটির লকডাউন প্রত্যাহার করে নিয়েছে।
প্রসঙ্গত, জেলা শহরের টাইন কালিকাপুরে মাতব্বর বাড়িসংলগ্ন এলাকায় মেয়ের ভাড়া বাসায় জ্বর ও সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গেল শনিবার মারা যান দিনমজুর আব্দুর রশিদ। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন পরদিন রোববার ওই বাড়িটি লকডাউন করে দেয়।
Leave a Reply