রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করে আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। এর দেশ স্বাধীন হওয়ার পর একে একে ৪৩টি শিল্প প্রতিষ্ঠান করে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ভুমিকা রেখেছেন। শিল্পপ্রতি এমানুষটি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের মাধ্যমে স্বাভলম্বী করেছেন অর্ধলক্ষ পরিবারকে।
তিনি এতোটাই দেশ প্রেমিক ছিলেন তার সকল অর্থ দেশেই বিনিয়োগ করেছেন। বিদেশে তিনি কোন বিনিয়োগ করেননি। এতেই বোঝা যায় তিনি কতো বড় মাপের দেশ প্রেমিক ছিলেন। ২০২০ সালের ১৩ জুলাই অতিমারি করোনা তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে। তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মাগরিব নামাজবাদ কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে স্বরন সভা ও দোয়া মহফিলে বক্তারা একথা বলেন।
কলাপাড়া উপজেলা স্বজন সমাবেশ আয়োজিত স্বরণ সভায় সভাপতিত্ব করেন, কলাপাড়া স্বজন সমাবেশর প্রধান উপদেষ্টা যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মানন (জনকন্ঠ)ু, সাবেক সাধারন সম্পাদক মোহসীন পারভেজ (ইত্তেফাক), সাংবাদিক জীবন কুমার মন্ডল, গোফরান বিশ্বাস পলাশ (মানব কন্ঠ), চঞ্চল সাহা (যায়যায় দিন), জসীম পারভেজ (কালের কন্ঠ ও এখন টিভি), মিলন কর্মকার রাজু (সংবাদ ও ৭১টিভি), রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন (ভোরের কাগজ), সাধারন সম্পাদক রাসেল মোল্লা (বরিশালের আজকাল)। স্বরণ সভার শুরুতে মরহুমের স্বরণে দাড়িয়ে ১মিনিট নিড়বতা পালন করা হয়।
সবশেষে মরহম নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন সাংবাদিক মাওলানা মো: ফোরকানুল ইসলাম।
Leave a Reply