বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ফেসবুক পেজে ‘জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত কিছু উপলব্ধি’র কথা লিখেছেন। সেখানেই তিনি জানালেন মাঝে মাঝে ওই পেজে উপলব্ধির বিষয় ‘শেয়ার’ করবেন।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তারানা হালিম নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে এসব কথা লেখেন।তারানা হালিম লেখেন, আমার জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত কিছু উপলব্ধি, ভাবছি আজ থেকে মাঝে মাঝে আমার পেইজএ শেয়ার করবো।
যদি তুমি তেল মার-তবে তুমি বেশ,
যদি তুমি সত্য বল-তবে তুমি শেষ।[সংগৃহীত]
তারপর ও সত্য বলবোই।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এই প্রতিমন্ত্রী। সংরক্ষিত নারী আসনের জন্যও ফরম সংগ্রহ করেননি তারানা হালিম। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তারানা। পরবর্তীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে একই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
Leave a Reply