সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ফিরোজ হাওলাদার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মটোরসাইকেল চালক রাসেল তালুকদার। বুধবার সন্ধ্যায় চাকামইয়া ইউনিয়নের মুন্সি বাড়ী স্টান্ডে এদুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ফিরোজ চাকামাইয়া থেকে মটোরসাইকেল যোগে কলাপাড়ায় আসছিল।
পথে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাসে থাকা চাম্বল গাছের সাথে ধাক্কা লাগে। এতে যাত্রী ফিরোজ ও চালক রাসেল গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক ফিরোজকে মৃত্যু ঘোষনা করে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক শংকর কুমার পাল জানান,ফিরোজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছ। আর গুরুতর আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য বিরশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনরুল ইসলাম জানান, মটোরসাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply