শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
মেহেন্দিগঞ্জ কাজীরহাট বাজারে কলেজ পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং এর দায়ে কবির শরীফ (৪০) নামের এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। কাজীরহাট থানা ওসি হারুন অর-রশিদ গণমাধ্যমকে জানান, শনিবার বেলা আনুমানিক সাড়ে ১২টার সময় কাজীরহাট বাজারের নবীন সুপার মার্কেটের ভিতর দিয়ে আন্ধারমানিক ইউনিয়ন ভংগা গ্রামের আবুল কাশেম বেপারীর কলেজ পড়ুয়া মেয়ে যাওয়ার সময় ওই মার্কেটের ব্যবসায়ী কবির শরীফ মেয়েটিকে ইভটিজিং করে এবং কুপ্রস্তাব দেয়। এসময় মেয়েটি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে কবির শরীফকে আটক করে কাজীরহাট থানায় সোপর্দ করে।
বিকালে ইভটিজিংকারী বখাটে যুবক কবির শরীফকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়ের মোবাইল কোর্টে হাজির করা হলে বখাটে কবির ঘটনার সত্যতা স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় তাকে এক মাসের কারাদন্ড দেয়।
Leave a Reply