রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা: আবহমান কাল থেকে ষড়ঋতুর দেশ বাংলাদেশে দুই মাস পরপর ঋতু পাল্টে যায়। এর সাথে পাল্টে যায় বাংলার আবহাওয়া ও প্রকৃতি। এরকম করেই ঋতুরাজ হিসেবে পরিচিত বসন্তকাল হানা দিয়েছে আমাদের মাঝে। এর প্রধান লক্ষণ হিসেবে প্রকাশ পাচ্ছে গাছে গাছে নতুন পাতা ও আম গাছ মুকুলে ভরা। ফাল্গুন ও চৈত্র মাসে শুষ্ক আবহাওয়ার যতদুর চোখ যায় শুধুই সবুজের সমাহার। সাথে রয়েছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রায় জায়গা ঘুরে যতগুলো আম গাছ দেখা গেছে প্রায় সবগুলো এখন মুকুলে ভরা। বসতবাড়ী থেকে শুরু করে সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে প্রচুর আম গাছ দেখা গেছে। আবার অনেকেই ব্যবসার জন্য আমের বাগানও গড়ে তুলেছেন। গত মৌসুমের তুলনায় এবার প্রকৃতির আবহাওয়ার ভারসাম্য ঠিক থাকায় আমের মুকুল এসেছে অনেক। এবার আমের ভাল ফলন হবে বলে কৃষি সচেতনদের অভিমত। এখনো আমের মুকুল বিনষ্টের মত তেমন প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি। তাই গাছে গাছে মুকুলের অধিক সমাহারে সবার মাঝে বিরাজ করছে হাসি ও খুশি। গত বছরের তুলনায় এ বছর প্রতিটি আম গাছে আমের মুকুল বেশি ধরেছে। এসব মুকুলের গন্ধে চারিদিক মোহিত। এখন চলছে মুকুল থেকে আম বেড়ানোর পালা। তাই গাছীদের আম গাছের প্রতি বিশেষ যতœ নেয়া ও সার্বক্ষনিক নজর রাখার জন্য কৃষিবিদরা পরামর্শ দিচ্ছেন।
Leave a Reply