শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
থানা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জের কিছমত শ্রীনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দন্দ্বের জের ধরে সহকারি শিক্ষিকার হাতে ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষককে ঝাড়ুপিটা করে লাঞ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে।
বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিদের সাথে যোগাযোগ করে জানা যায়, প্রধান শিক্ষক ছুটিতে থাকায় সহকারি প্রধান শিক্ষক মো. হারুন -অর- রশিদ তার কক্ষে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সহকারি শিক্ষিকা লুৎফুন নেছা খানমের সাথে নবগঠিত কমিটি গঠন নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লুৎফুন নেছা উত্তেজিত হয়ে সহকারি প্রধান শিক্ষককে একটি ঝাড়ু দিয়ে বেধড়ক পিটাতে থাকেন। এ সময় অন্যান্য শিক্ষক কর্মচারীরা ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন। সহকারি শিক্ষিকা লুৎফুন নেছা ঝাড়ু পিটার কথা স্বীকার করে বলেন, আমি একটি বই নিয়ে সহকারি প্রধান শিক্ষকের রুমে গেলে তিনি আমার হাত ধরে টানা দিলে আমি বাধ্য হয়ে তাকে ঝাড়ু পিটা করি।
সহকারি প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ জানান, দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের কমিটি নিয়ে দন্দ্ব চলে আসছিল। ওই সহকারি শিক্ষিকা লুৎফুন নেছা আমার কাছে কমিটি গঠনের বিষয় জানতে চাইলে আমি কিছু জানি না বলে তাকে জানাই এবং সহকারি শিক্ষিকার পিতা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত না হতে পেরে আমাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে লাঞ্চিত করে।
এ ব্যাপারে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনছার উদ্দিন জানান, ঘটনার দিন আমি জরুরী কাজে বিদ্যালয়ের বাইরে ছিলাম। তবে মোবাইল ফোনে শিক্ষকদের কাছে ঘটনা শুনেছি। এঘটনার পরে বিদ্যালয়ের শিক্ষকদেও সাথে জরুরী মিটিং করা হয়েছে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply