শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বামীর ঘরে ফিরতে কবিরাজের কাছে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে পচু সরকার নামে ওই ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাটাভোগ ইউনিয়নের ৩৫ বছরের এক নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়ে যায়। এক সন্তানের জননী ওই নারী তার স্বামীর সঙ্গে পুনরায় ঘর করার জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি প্রায় ৫ মাস আগে এলাকার কবিরাজ হিসেবে পরিচিত উপজেলার ছনবাড়ির এলাকার মৃত দীনেশ মুক্তারের ছেলে পচু সরকারের কাছে যান।
এ সময় পচু সরকার ওই নারীকে তার আসনের মালিককে খুশি করার কথা বলে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী বাধা দিতে গেলে তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে ধর্ষণে বাধ্য করেন। গত কয়েক মাসে পচু সরকার একই কায়দায় ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। কবিরাজ পচু সরকারের লালসার শিকার ওই নারী তার হাত থেকে রক্ষা পেতে বেশ কিছুদিন আগে প্রকাশ্যে কবিরাজকে মারধর শুরু করেন।
ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে পচু সরকারের ছেলে দিপ্ত সরকার ও তার লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারীর ওপর চাপ তৈরি করে এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।
Leave a Reply