রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥
বানারীপাড়ায় চাখারে আলমগীর মাদারী নামের এক প্রতারক মহুরীর খপ্পরে পরে মুদি দোকানী অসহায় শাহজাহান(৬০)’র অর্থ দন্ডির অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে বানারীপাড়া থানায় মোঃ শাহজাহান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার চাখার ইউনিয়নের পশ্চিম চাখারের মৃত মোবারক মাদারীর ছেলে আলমগীর মাদারী নিজেকে মহুরী পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারনা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। তারই ধারাবাহিকতায় বড়ভৈৎসর এলাকার ইজ্জত আলী বেপারীর ছেলে মুদি দোকানী শাহজাহান বেপারীর কাছ থেকে প্রায় ১ বছর পূর্বে সাব-কবলাকৃত সম্পত্তির রেকর্ড করিয়া দেয়ার কথা বলে ২৫ হাজার ৯ শত ৫২ টাকা নেয়।পরে আজ-কাল করে আজ পর্যন্ত ওই সম্পত্তি রেকর্ড করে না দিয়ে বিভিন্ন প্রতারনা শুরু করেন আলমগীর মহুরী। এ বিষয়ে মুদি দোকানী শাহজাহান জানান,গত ২০ জুলাই আমি সহ এলাকার মোঃ সোহেলকে নিয়ে পাওনা টাকা চাইতে গেলে আমাকে গালিগালাজ করতে থাকে। অমি প্রতিবাদ করতে গেলে আমাকে খুন জখমের হুমকি দেয়। তিনি আরও বলেন,প্রতারক আলমগীর মহুরীর প্রতরণার শিকার মুরগী দোকানী সোহেল ১৪ হাজার ৬ শত টাকা গচ্ছা দেন।এছাড়াও বিভিন্ন দোকান থেকে মালামাল বাকী নিয়ে উধাও হয়ে যায়।পরে ওই পাওনা টাকা চাইতে গেলে খুন জখমের হুমকি দেয়। ভুক্তভোগী শাহজাহান,সোহেল সহ এলাকাবাসী প্রতারক আলমগীর মাদারী মহুরীর প্রতারণার হাত থেকে রক্ষা পাইতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে আলমগীর মহুরীর সাথে যোগাযোগ করতে তার মুঠো ফোনে কল করা হলে তার নম্বর বন্ধ থাকায় বক্তব্য সংযোজন করা সম্ভব হয়নি।
Leave a Reply