শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামানকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। সোমবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ধারা ১৯০ (১) (সি) মোতাবেক বিবেচনায় নিয়ে মামলার বিষয়ের প্রাথমিক সত্যতা যাচাইয়ের নিমিত্তে সরেজমিনে পরিদর্শন ও তদন্তের নির্দেশ পূর্বক গত ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে ওসি মহিপুরকে (স্বয়ং) বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেননি।
যা পুলিশ আইন, ১৮৬১ এর ধারা ২৯ মোতোবেক শাস্তিযোগ্য অপরাধ। এবং ম্যাজিষ্ট্রেট কর্তৃক ৩ (তিন) মাসের বেতনের অর্থ জরিমানা দণ্ড বা সর্বোচ্চ ৩ (তিন) মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয়।
এমতাবস্থায়, বর্নিত তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হইবে না সে মর্মে অত্র আদেশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর প্রতিবেদন অত্র বিজ্ঞ আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হল।
আদেশের অনুলিপি অবগতির জন্য পুলিশ সুপার পটুয়াখালীকে প্রেরণ করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মোঃ ফেরদৌস মিয়া ও ষ্টেনো টাইপিষ্ট আসাদুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply