বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৩৪ জনের নিহতের ঘটনায় তিতাস, বিদ্যুৎ বিভাগ ও মসজিদ কমিটির অবহেলার প্রমাণ পেয়েছে সিআইডি। শিগগিরই অভিযোগপত্রও দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ব্যারিস্টার মাহাবুবুর রহমান।
তিনি বলেন, এ ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এখানে অনেকের দায়িত্বে ছিলো; কেউ গ্যাস লাইনের দায়িত্বে, কেউ ইলেক্ট্রিক লাইনের, কেউ মিটার দেখার দায়িত্বে ছিলো। তবে, শিগগিরই অভিযোগপত্র দেয়া হবে।
মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর চার প্রকৌশলীসহ ফতুল্লার তিতাস গ্যাস কর্তৃপক্ষের আটজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে, বিস্ফোরণে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নিহত হওয়ায়, তিতাসের বিরুদ্ধে ঘুষ দাবির যে অভিযোগ উঠেছে তা অমীমাংসিতই থেকে যাচ্ছে বলে জানায় সিআইডি।
Leave a Reply