রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
মাসুদ রানা: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ‘ছেলে ধরা’ আতঙ্ক বিরাজ করছে। ছেলে ধরা চক্র এলাকায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এবং শিশুদের অপহরণ করে নিয়ে হত্যা করে মাথা কেটে নিয়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়েছে উপজেলার সর্বত্র।
ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামাঞ্চলের শিশু ও অভিভাবকরা। ‘ছেলে ধরা’ আতঙ্কে গ্রামের শিশুরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। অনেক গৃহিনীরা ভয়ে রোজা রাখার জন্য রাতে রান্না করা বন্ধ করে দিয়েছেন অপরিচিত লোক দেখলেই মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এতে বিপাকে পড়েছে ভিক্ষুকরা। অপরিচিত কেউ ভিক্ষা চাইতে গেলে গৃহস্থরা ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।
উপজেলার কোথাও না কোথাও শিশু ধরে নিয়ে গলা কাটছে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মাঝে। আবার কোথাও কোথাও ‘ছেলে ধরা’ চক্র ধরতে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হচ্ছে বলেও জানা গেছে।প্রতিদিনই গণমাধ্যম কর্মীদের কাছে ‘ছেলে ধরা’র খবর আসছে। তবে ঘটনা অনুসন্ধান করতে গেলে তার সুনির্দিষ্ট কোনো সত্যতা মিলছে না।উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ গত তিন’সপ্তাহ ধরে ‘ছেলে ধরা’ আতঙ্কে ভুগছেন।
আমড়াগাছিয়া ইউনিয়নের আবির হোসেন,হামিদা বেগম”সহ অনেকে বলেন, ‘শুনেছি পদ্মা সেতু নির্মাণ করতে মানুষের মাথা লাগবে। তাই রোহিঙ্গারা বিভিন্ন গ্রামে গিয়ে সুযোগ বুঝে শিশুদের ধরে নিয়ে যাচ্ছে।’
কিছু লোক বলেন, ছেলে ধরার কথা শুনে আমার স্ত্রী সন্ধ্যার সঙ্গে সঙ্গে দরজা-জানালা আটকে ঘরে বসে থাকেন। ভয়ে রাতের বেলায় ঘরের বাইরে বের হয় না।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, ‘ছেলে ধরা খবরটি গুজব এবং সম্পূর্ণ মিথ্যা। বিগত দুই মাসে এ সংক্রান্ত কোন অভিযোগ থানায় আসে নাই। কিছু দুষ্ট প্রকৃতির লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য চারদিকে এ খবর ছড়াচ্ছে। যারা এ গুজব ছড়াচ্ছে তাদের সনাক্ত করার জন্য আমরা তৎপর আছি। গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply