শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি:মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন ভোলা জেলা পুলিশ। মঙ্গলবার (১৮ডিসেম্বর ) সকালে জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ ১২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন বলেন, বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে মানুষ পাকিস্তানিদের কাছে জিম্মি থাকতেন। এ দেশের ৬৪টি জেলা এবং মানুষের এতো কর্মসংস্থানও হতো না। আমার মতো পুলিশ কখনো জেলার এসপি হতে পারতাম না। পুলিশ মুক্তিযোদ্ধারা সর্বপ্রথম রাজারবাগে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
বর্তমান সরকার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের মুক্তিযোদ্ধাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, সমাজের কাছে সম্মানিত হয়েছেন এবং সকল সুবিধা ভোগ করছেন। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাব্বির হোসেন, প্রেসক্লাবের আহবায়ক এমএ তাহের, সদর ওসি ছগির মিয়া, ডিবি ওসি শহিদুল ইসলাম, আরটিভির ভোলা প্রতিনিধি অমিতাভ রায় অপুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।
Leave a Reply