মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরুর পর এবার নতুন করে শুরু হয়েছে আরও একটি প্লান্ট নির্মানের কাজ। জাতীয় গ্রীডে যুক্ত করে দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে ২২০ মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্ট নির্মান করছে বিশ্ব ইনফ্রা প্রজেক্ট লিমিটেড নামের ভারতীয় একটি কোম্পানী।২০১৭ সালের আগস্টে চিক্তি স্বাক্ষরের পর তিন বছরে কাজ প্রায় শেষের দিকে।
করোনার প্রভাবে জনসমাগম না করার জন্য বাংলাদেশ সরকারেরর নির্দেশনা থাকলেও তা মানছেন না এই প্লান্ট নির্মাতা কোম্পানীটি। বরংছ প্রতিদিন পাঁচ শতাধিক শ্রমিকের সমাগম ঘটিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে করে ঝুঁকিতে রয়েছে কর্মস্থলে যুক্ত থাকা শ্রমিক, পাশপাশি বোরহানউদ্দিনের মানুষ।
যদিও নতুন বিদ্যুৎ প্রকল্পের এরিয়া ইনচার্জ রাঙা রো বলেন, করোনার প্রভাব বিদ্যুৎ প্লান্টে পড়বে না। কারন আর্ন্তজাতিক কোম্পানীগুলোর নিয়ম মেনেই কাজ চালু রাখা হয়েছে।
এই কর্মকর্তা বলেন, করোনা ঝুঁকিমুক্ত রাখতে কর্মকর্তা কর্মচারীরা সকল নিয়ম মেনে কাজ করছেন। সেক্ষত্রে হ্যান্ডওয়াস, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।পাশাপাশি প্রতিদিন শ্রমিকদের ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে।
যদিও কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, ব্যবস্থা করে রাখা হয়েছে। কিন্তু সকল শ্রমিক স্বাস্থ্যবিধির জন্য নির্দেশনা মেনে চলেন না। একজনও যদি না মেনে চলেন তিনি সকল শ্রমিকদের জন্য উদ্বেগের কারন। তাছাড়া, গাড়ি বন্ধ থাকায় কাজে যোগ দিতে আবার ফিরে যেতে মারাত্মক অসুবিধা হয়। শ্রমিকদের দাবী, কর্মক্ষেত্রেও তাদের পরস্পরের সংর্স্পশে যেতে হয়। এ নিয়ে তারা আতঙ্কে রয়েছেন।
৭টি উপজেলা, ৫টি পৌরসভা, ১০টি থানা ও ৬৮টি ইউনিয়ন নিয়ে গঠিত দ্বীপজেলা। ১৯৯৩ সালের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়।
এ গ্যাস ক্ষেত্রের ওপর নির্ভর করে ইতোমধ্যে সাড়ে ৩৪ মেগাওয়াট ও ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। ২০১৩ সালের দিকে বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নে ৪০ একর জমির ওপর ২০০ কোটি টাকা ব্যয়ে গ্যাস ভিত্তিক ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করে সরকার। এবার নতুন করে ২২০ মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্ট নির্মান করছে সরকার।
Leave a Reply