সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার প্রাণ কেন্দ্র শহীদ আব্দুস সাত্তার ( স-মিল) রোড নামক সড়কটি যেন প্রমত্তা নদীতে পরিণত হয়েছে। ভরা শুষ্ক মৌসুমেও দূর থেকে মনে হয় বন্যা ও ভারি বর্ষণে সড়কটি একেবারেই ডুবে গেছে। এতে করে চরম বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষকে। বৃহস্পতিবার সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে।
জানা যায়, ঘাটাইল পৌরসভার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্রস্থল এই জায়গাটি, যা কাঞ্ছুর মোড় নামে পরিচিত। এই সড়ক দিয়ে এসব ওয়ার্ডের বাসিন্দারা ছাড়াও শহরের অনেক মানুষ চলাচল করে। প্রতিদিন গড়ে দুই শতাধিক সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভারী মালবাহী যানবাহন চলাচল করে।
এলাকাবাসী জানান, যে জায়গাটায় ময়লা পানি জমে থাকে এই স্থানটি অপেক্ষাকৃত নিচু এবং ড্রেনের পানি নিষ্কাশনের মুখটি বন্ধ হয়ে যাওয়ায় এই অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখান দিয়ে পায়ে হেঁটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সমস্যাটির দ্রুত সমাধানের জন্য পৌর মেয়রের কাছে জোর দাবি করেন তারা। তারা বলেন গত নির্বাচনে এই সড়ককেই পুঁজি করে মেয়র হয়েছিলেন শহীদ।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন জানান, শহীদ আব্দুস সাত্তার রোডের যে জায়গাটায় পানি জমে থাকে সেখানে ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটি রয়েছে। ময়লায় ড্রেনটি ভর্তি হয়ে যাওয়ায় পানি উপচে পড়ে সড়ক সয়লাব হয়। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, আগামী দুই-তিন মাসের মধ্যেই ড্রেন সংস্কারের কাজ শুরু হবে। এছাড়া পাম্প বসিয়ে এই পানি নিষ্কাশন করে স্বল্পকালীন সমাধান করা যায় কিনা সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
এ ব্যাপারে পৌর মেয়র শহিদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কথা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। এরই মধ্যে আমরা ওই ড্রেনটি পরিষ্কার করার নির্দেশনা দিয়েছি। আজকালের মধ্যেই ড্রেনে আটকে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে। এমনকি সেখানে একটি অস্থায়ী পাম্প বসিয়ে উক্ত পানি নিষ্কাশনকল্পে অন্যত্র অপসারণ করে এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
Leave a Reply