সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় থেমে থেমে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে স্থানীয় পৌর শহরের এক যুবক এরা দু‘জন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার রাতে পৌর শহরের টিএন্ডটি সড়কে এক কলেজছাত্রী করোনা শনাক্ত হয়েছে। রাতেই প্রশাসন বাড়িটি লগডাউন ঘোষণা করেছে।
এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত ৩৩ জন, তার মধ্যে সুস্থ্য হয়েছেন ১৭ জন এবং উপস্বর্গ নিয়ে মারা গেছে ৬ জন। উপজেলার পৌরসভার ৯টি ওযার্ডের মধ্যে ৭টি ওয়ার্ড রেড জোনের আওতায় রয়েছে।
তবে করোনা উপসর্গ দেখা দিলে প্রকাশ না করে গোপনে বাড়ীতেই বেশীরভাগ চিকিৎসা নিচ্ছেন বলে জানাযায়। গুরুতর অসুস্থ অথবা শ্বাসকষ্ট দেখা দিলে তখনই চিকিৎসকের নিকট নয়ত হাসপাতালে ছুটে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া ২ জনের নমুনা সংগ্রহ করে ইতোমধ্যে পরীক্ষার জন্য পাঠান হয়েছে। অপর করোনা শনাক্ত কলেজ ছাত্রীকে তাদেও বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply