মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরের কালকিনিতে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষন করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে আজ বুধবার সকালে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান ধর্ষক জামাতুল শেখ(২০), তার সহযোগী আকবর ফকির(৪২) ও আবদুর রহমান বেপারীকে(৩২) গ্রেফতার করেছেন।
মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, মাদারীপুরের সদর উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামের কিশোরীর সঙ্গে সদর উপজেলার কেন্দুয়া গ্রামের কাদের শেখের ছেলে জামাতুল শেখের প্রথমে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায় গত ৮ ফেব্রুয়ারী জামাতুল শেখ তার বন্ধু তপু সরদারের বাড়ি কালকিনি উপজেলার মিয়াহাট এলাকায় ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যায়।
সেখানে বসে বন্ধু তপু ও আবদুর রহমানের সহযোগীতায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে জামাতুল শেখ পালিয়ে যায়। পরে ওই কিশোরী বাদী হয়ে কালকিনি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এ মামলার পরিপেক্ষিতে কালকিনি থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিরউদ্দিন মৃধার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই তিন আসামীদের পলাতক অবস্থায় মাদারীপুর জেলা সদর থেকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিরউদ্দিন মৃধা বলেন, কিশোরী ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করে আজ দুুপুরে মাদারীপুর জেলা হাজতে প্রেরন করা হয়েছে। আর ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply