সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
ক্যাম্পাস প্রতিনিধি:বিএম কলেজের ৭০ বছরের ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেন ও মৃত্তিকা গবেষণাগার রক্ষার দাবীতে মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচীতে বিএম কলেজ শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সাগর দাস আকাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রেজাউল, মিজানুর রহমান প্রমুখ।
শিক্ষার্থীদের দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি শন্তু মিত্র, জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদ প্রমুখ।
বক্তারা, বিএম কলেজের ৭০ বছরের ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেন ও মৃত্তিকা গবেষনাগার হুমকীর মুখে ফেলে টেনিস কোর্ট নির্মান না করে বোটানিক্যাল গার্ডেন সংস্কার ও নতুন করে গার্ডেন সৃজনের দাবী করেন।
Leave a Reply