মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ (বরিশাল) উপজেলা প্রতিনিধিঃ বাবুগঞ্জ, মুলাদীর হাট বাজার আবার খাজনামুক্ত হবে, সবাইকে সাথে নিয়ে মাদকমুক্ত এলাকা গড়বো। অবহেলিত এলাকাগুলোতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করবো। সবাই আন্তরিকভাবে কাজ করবেন, বিজয় আমাদের হবেই। সোমবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ডের জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও কর্মীসভা চলাকালে সবাইকে চমকদিয়ে মোবাইলে শুভেচ্ছা বক্তাব্য প্রদান করে এসব কথা বলেন জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। তিনি বলেন, আমি মনোনয়ন পেতে ঢাকায় আছি, আর এসময়েও সবাই একত্র হয়ে লাঙ্গল প্রতীকের জন্য কাজ করছেন জেনে আমি খুব খুশী হয়েছি। সবাই দোয়া করবেন, সব বিভেদ ভুলে একযোগে কাজ করবেন, বিজয় আমাদের হবেই। উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি সিদ্দীকুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ইউনিয়ন জাতীয় যুব সংহতির সহ সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক সেলিম হোসেন স্বপন। প্রধান অথিতির বক্তাব্যে সেলিম হোসেন স্বপন বলেন, বাবুগঞ্জ মুলাদীবাসী লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করছে, জননেতা গোলাম কিবরিয়া টিপু ভাইকে ভোট দিতে অপেক্ষা করছে। বাবুগঞ্জ, মুলাদী আসন জাতীয় পার্টির ঘাটি, সবাইকে ঐক্যবদ্ধ থেকে টিপু ভাইকে ভোট দিয়ে বিজয়ী করে আসনটি পুনরুদ্ধার করতে হবে। জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও কর্মীসভার বিশেষ অথিতি, বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক সোহেল হাওলাদার বলেন, জননেতা টিপু ভাইকে বিজয়ী করতে সবাইকে দক্ষভাবে কাজ করতে হবে। নির্বাচনের ফলাফল পর্যন্ত রাত দিন সবাইকে কাজ করতে হবে, ভোটারদের দুয়ারে দুয়ারে যেতে হবে। এছাড়াও বক্তাব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি ইকবাল সরদার, বাবুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক হাদিছুর রহমান, বাবুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ আহম্মেদ, দেহেরগতি ইউনিয়ন যুবসংহতির সভাপতি রাব্বি মোল্লা, কেদারপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ সভাপতি আসিফ আহম্মেদ, কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক দুলাল শিয়ালী প্রমুখ। সভায় উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ঘোষনা করেন প্রধান অথিতি বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক সেলিম হোসেন স্বপন।
Leave a Reply