শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের কলেজ গেইট ওলান কাঠী শ্রীশ্রী কালী মন্দিরে কালী পূজা উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধা থেকেই নৃত্য,কৌতুক ও মজার মজার অভিনয় প্রতিযোগীতার মাধ্যমে দর্শক কাপান শিল্পিরা।
এসময় বিজয়ীদের মধ্যে পরুষ্কার বিতরণ করেন পূজা মন্দির কমিটি। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি শচিন হালদার,সাধারণ সম্পাদক অমল কির্তলা,্উপজেলা প্রেসক্লাব সহ-সাংগঠনিক আরিফ হোসেন,মন্দিও কমিটির সদস্য শিপন মন্ডল,গনেশ হালদার,মধাব রায়,স্বপন বৈদ্য,রমনি হালদার প্রমুখ।
Leave a Reply