শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ ২২শে অক্টবর বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ও বরিশাল-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী আতিকুর রহমান আতিকের ৩৭তম জন্ম দিন।দিনটি উদযাপন করেছে আতিকুর রহমানের ভক্তবৃন্দ,শুভাকাঙ্খি ও নেতাকর্মীরা। দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের রাশেদ খান মেনন কমিউনিটি সেন্টারটি বর্নিল আলোকসজ্জায় সাজানো হয়। সন্ধা থেকেই দুই শতাধীক নেতাকর্মী জড়ো হয় কমিউনিটি সেন্টারটিতে। “শুভ শুভ শুভ দিন আতিক ভাইয়ের জন্ম দিন” শ্লোগানের মাধ্য দিয়ে সন্ধা ৭ টায় আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।
কিছক্ষনের মধ্যেই বরিশাল থেকে ব্যান্ড দল এসে হাজির হওয়ায় অনুষ্ঠানের আনন্দে ভিন্ন মাত্রা পায়। যুবক ও তরুনদের গানে গানে মাতিয়ে তোলেন শিল্পিরা। এছারাও চাঁদপাশা বটতলা এলাকায় আতিক অনুসারিরা কেক কেটে জন্ম দিন পালন করেন ও মিষ্টি বিতরণ করেন বলে জানাযায়।
জন্মদিনে আতিকুর রহমান ঢাকায় অবস্থান করায় আনন্দে অপূর্নতা রয়ে যায় বলে জানিয়েছে নেতাকর্মীরা।
আতিকুর রহমান ১৯৮১ সালের ২২শে অক্টবর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক সমিতির সভাপতি বজলুর রহমান মাষ্টারের ঘর আলোকিত করে পৃথিবিতে আসেন।
Leave a Reply