সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বছরের প্রথম দিন সারাদেশ ব্যাপী বই উৎসব পালনের কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ব্যাপক আনন্দ উৎসবে পালিত হয়েছে বই উৎসব-২০১৯। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় হল রুমে নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার,শিক্ষা কর্মকর্তা কেএম তোফাজ্জেল হোসেনসহ আওয়ামীলীগ নেতাকর্মীরা। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান স্বপন বলেন, বছরের প্রথম দিন সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া ছিল এই সরকারের একটি চ্যালেঞ্জ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে আজ সেটা সম্ভব হয়েছে। শিক্ষা ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করতে সম্ভব হয়েছে আওয়ামী সরকার।
দেশের জনগন জোট সরকারকে আবারো নিরষ্কুর বিজয় উপহার দিয়েছে।
দিনব্যাপি উপজেলার সকল প্রাথমিক,মাধ্যমিক ও মাদ্রাসাগুলোয় বই বিতরণ করেন জনপ্রতিনিধিগন ও সরকারি কর্মকর্তারা।
Leave a Reply