রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর মাতা হাজ্বী নূরজাহান বেগম (৮৮) রবিবার সকাল সোয়া ৮টায় ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি………রাজেউন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা নামাজ বাদ জোহর ঢাকা হাতিরপুল এলাকার আহসান উল্লাহ জামে মসজিদ চত্বরে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর ঢাকা সদর ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল ৯ টায় গ্রামের বাড়ি বাবুগঞ্জের আগরপুর ডিগ্রী কলেজ মাঠে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। গোলাম কিবরিয়া টিপুর মাতার ইন্তেকালে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোঃ এরশাদ, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, জাতীয়পাটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান, সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মেদ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আ’লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, একাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র পদপ্রার্থী আতিকুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী উপাধ্যক্ষ মাওঃ মুঃ সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
Leave a Reply