শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি :বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া এলাকায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার চলতি কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় কৃষকদের সাথে মতবিনীময় করেন আন্তর্জাতিক ফুড এ্যান্ড এগরিকালচার অরগানাইজেশন অফ দ্যা ইউনাইটেড ন্যাশনস (এএফও) এর প্রতিনিধি রবার্ট ডগলাস সিম্পসন।
তিনি গতকাল উপজেলার রাকুদিয়া এলাকায় কৃষি ক্লাব’র কালেকশন সেন্টার কর্তৃক পরিচালিত কৃষি খামার পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্রকল্পের প্রতিনিধি ডেভিড ডোলান, ড.নূরএ খন্দকার, মোঃ মাহমুদ হোসাইন।
প্রকল্প পরিদর্শন কালে পরিদর্শক স্থানীয়দের জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার চলতি কর্যক্রম স্থানীয় কৃষকদের উপকারে এসেছে এবং জীবন মান উন্নতিতে সহায়তা করেছে জেন সন্তোষ পাকাশ করেন এবং প্রকল্পে সহযোগিতার জন্য সরকারী কর্মকর্তা ও স্থানীয় কৃষকদের ধন্যবাদ জ্ঞাপণ করেন। সিম্পসন ক্লাবের আওতায় রোপিত বিভিন্ন জাতের ফলদ, বনজ, সবজিসহ খামারের সকল দিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং খামারিদের প্রকল্প সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
Leave a Reply