শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৬মাস ধরে বাবুগঞ্জ কলেজ গেট থেকে বরিশাল নতুন বাজার রুটে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকায় উপজেলার ২০হাজার মানুষের যাতায়াতের দূভোর্গ পোহাতে হচ্ছে। স্থানীয় জনগনের দাবির প্রেক্ষিতে গতকাল রবিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ কলেজ থেকে বরিশাল নতুন বাজার পর্যন্ত আলফা-মাহিন্দ্রার নতুন রুট চালু আনুষ্টানিকভাবে উদ্ধোধন করেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বরিশাল জেলা মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন মাহিন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তারুজ্জামান মিলন,ছাত্রলীগ ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম কিবরিয়া,মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি মোঃ দুলাল তালুকদার, শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক মোঃ খলিলুর রহমান।দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, লাইন সম্পাদক মোঃ রাজা, নান্নু মেম্বর, মালিক সমিতির প্রচার সম্পাদক মোঃ নোমানসহ বাবুগঞ্জ উপজেলা আলফা মাহিন্দ্র ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply