শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ ইলিশ শিকারের মহা উৎসব চলছে বাবুগঞ্জের সন্ধা,সুগন্ধা ও আরিয়াল খাঁ নদীতে। ‘মা’ ইলিশ রক্ষায় চলমান অভিযানের ৫দিন হলেও কোন জেলে কে হাতে নাতে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।। ৫দিনের নামমাত্র অভিযানে স্থল থেকে ৪ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ছাড়া কোন সফলতা দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
বিভিন্ন এলাকা থেকে একাধীক সুত্র জানায় , প্রতিদিনই দিবা রাত্রে সন্ধা,সুগন্ধা ও আরিয়াল খাঁ নদীতে ইলিশ শিকারের মহা উৎসবে মেতে উঠেছে স্থানীয় অসাধু জেলেরা।
সরজমিনে দেখাযায়, বৃহস্পতিবার দুপুরে দেহেরগতি এলাকার সুগন্ধা নদীর চরমলোঙ্গা নামক স্থানে ৫০টির বেশি ডিঙ্গি নৌকা নিয়ে ইলিশ শিকার করছেন জেলেরা। এসময় জেলা মৎস্য অধিদপ্তরের একটি স্পীডবোট এসে জেলেদেও তারা করে। এদিকে ইলিশের অভয় অরন্য খ্যাত সুগন্ধা নদীর রাজগুরু,সানি কেদারপুর,আরিয়াল খাঁ নদীর মোল্লারহাট ,কাশিগঞ্জ ও সন্ধা নদীর উত্তর বাহেরচর, রহিমগঞ্জ,রমজানকাঠি ইত্যাদি এলাকা থেকে প্রতিদিন মাছ শিকারের খবর আসলেও কেউ তাদের আটকাতে পারছে না। উপজেলা মৎস্য অফিসার জয়ন্ত কুমার অপু বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে,স্থল থেকে কিছু জাল উদ্বার হয়েছে।জেলেদের আটকের চেষ্টা চলছে। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজদার রহমান বলেন, সামনের দিনগুলোতে অভিযান আরো কঠোর করা হবে। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর রায় বলেন,পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নোন অভিযান করা হচ্ছে না।তবে উপজেলা প্রশাসন চাইলে পুলিশ অভিযান করবে।
Leave a Reply