সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনের লক্ষে বাকেরগঞ্জ সদর রোডে সিনিয়র সাংবাদিক জনাব হাবিবুর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভার অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এস এম নওরোজ হীরা,মোঃ রেজাউল করিম সানু,উত্তম কুমার দাস,মহিবুল ইসলাম সৌরভ খান,আজিজুর রহমান বাবলু,মশিউর রহমান প্রিন্স,মোঃ রাসেল,বায়োজিদ বাপ্পি প্রমুখ।সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক দক্ষিনের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান সভাপতি এবং সুবর্ন টিভির পরিচালক (বার্তা)এস.এম.নওরোজ হীরা কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাব গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি এস.এম.পলাশ (বাংলা টিভি),বায়োজিদ বাপ্পি (আনন্দ টিভি),সহ-সাধারণ সম্পাদক রেজাউল করীম সানু(দৈনিক দক্ষিনের কাগজ),সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম সৌরভ খান (জাতীয় সাপ্তাহিক গনবার্তা),দপ্তর সম্পাদক আজিজুর রহমান বাবলু (দৈনিক দক্ষিনের কাগজ),
কোষাধ্যক্ষ মোঃ রাসেল (দৈনিক মতবাদ),সমাজকল্যান সম্পাদক জুয়েল মৃধা (এস টিভি),সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সাইমুন হোসাইন (সুন্দরবন),প্রচার সম্পাদক উত্তম কুমার দাস (দৈনিক দক্ষিনের কাগজ),ক্রিড়া সম্পাদক জিয়াউর রহমান জিয়া (ঢাকা বার্তা),
ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির (আলোকিত বরিশাল),মহিলা সম্পাদিকা রোজনীন রুবি মধু (দৈনিক দক্ষিনের কাগজ),সহ-দপ্তর সম্পাদক মশিউর রহমান প্রিন্স (দৈনিক ভোরের কন্ঠ),সহ-ক্রিড়া সম্পাদক আব্দুল জব্বার খান ,নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান(দৈনিক দক্ষিনের কাগজ)
গাজী মোঃ আনোয়ার (দৈনিক সন্ধা বানী),ফরিদুল ইসলাম(দৈনিক দক্ষিনের কাগজ),মনিরুল ইসলাম মিলন(দৈনিক মার্তৃভূমির খবর)এস.এম.সাইদুর রহমান (বিপ্লবী বাংলাদেশ)।
Leave a Reply