মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
বাকেরগঞ্জে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার তোপের মুখে উন্নয়ন মেলার মাঠ থেকে পুলিশ প্রহরায় পালিয়েছে ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির। এসময় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও ইঞ্জিনিয়ার মনিরের উপর বিক্ষুদ্ধ হয়ে উঠে। সুত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী দিন ছিলো শনিবার। ওইদিন সন্ধ্যায় মেলার মাঠে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মানিক হোসেন মোল্লা, সহকারি কমিশনার ভূমি উর্মি ভৌমিক, অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান।
অনুষ্ঠানে ভিআইপি নেতৃবৃন্দ ও সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তারা উপস্থিত থাকা সত্বেও একজন উপস্থাপক ও একজন অখ্যাত শিল্পি মাইকে অনুষ্ঠান আয়োজনের জন্য ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনিরকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। মাইকে এ ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া সঙ্গে সঙ্গে এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে মেলার মাঠ ত্যাগ করার জন্য তার আসন থেকে উঠেন।
তার সাথে একাগ্রতা পোষন করে প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনাও পৌর মেয়রের সঙ্গে মেলার মাঠ ত্যাগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ আগেই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার আশংকায় ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির পুলিশ প্রহরায় মেলার মাঠ থেকে পালিয়ে যান। পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির আওয়ামীলীগের কে? ইতিমধ্যেই জানতে পেরেছি তিনি দলের নাম ভাংগিয়ে প্রচার চালিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তাছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার মঞ্চে একজন এমপি ও তার উপস্থিতিতে দলিয় পরিচয়হীন একজনের নাম কি করে মাইকে ঘোষণা দেয় তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মোখলেচুর রহমান বলেন, সরকারি উন্নয়ন মেলার যে মঞ্চে মাননীয় সংসদ সদস্য ও পৌর মেয়র উপস্থিত ছিলেন, সেখানে কি করে মনিরের মত একটা আবাল লোকের নাম মাইকে ঘোষণা দেয় আমি তা বোধগম্য নয়।
এতে উপজেলা প্রশাসনেরও ব্যর্থতা রয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, কিছুদিন ধরেই ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির নিজেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দিয়ে এলাকায় ফেস্টুন ও পোস্টার লাগিয়ে তিনি নিজেকে ইতিমধ্যেই আওয়ামীলীগের এমপি প্রার্থী দাবি করছেন। আমার জানামতে তিনি কখনো ছাত্রলীগের কোন কমিটির সদস্যও ছিলেন না। বাকেরগঞ্জ উপজেলায়ও আওয়ামীলীগের কোন সভা-সমাবেশে আজ পর্যন্ত তিনি অংশগ্রহন করেননি। এরকম একজন কথিত নেতা সরকারি অনুষ্ঠানে গিয়ে এমপি ও মেয়রের উপস্থিতিতে দলের নাম ভাংগিয়ে পকেট উপস্থাপককে দিয়ে নিজের নাম মাইকে ঘোষণা করেন। এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এড. বসির আহম্মেদ সবুজ বলেন, সরকারি উন্নয়ন মেলার অনুষ্ঠানে এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা ও পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার উপস্থিতিতে চাল চুলোহীন একজন লোকের নাম কি করে মাইকে ঘোষণা দেয়। এসব লোককে অনুষ্ঠানে দাওয়াতই বা কে দিলো।
তিনি শনিবারের এই অনাকাংখিত ঘটনার জন্য উপজেলা প্রশাসনকে দায়ী করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তাজির বলেন, তিনি সরকারের দিক নির্দেশনায় উন্নয়ন মেলা সফলভাবে করার চেষ্টা করেছেন। উপস্থাপকের অতি উৎসাহী ঘোষণায় কোন একজন ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠানে অনাকাংখিত ঘটনা কাম্য নয়। তবে তিনি কারও কারও কাছ থেকে ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনিরের নাম মাইকে ঘোষনা দেয়া নিয়ে এমপি ও মেয়রের ক্ষোভের কথাও তিনি শুনেছেন বলে জানান।
থানা অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনিরকে বাড়িতে পৌছে দেয়ার সত্যতা স্বীকার করে বলেন, যে কেউ নিরাপত্তার জন্য পুলিশ চাইলে আমরা তা দিতেই পারি। উল্লেখ্য আনোয়ারা মান্নান ফ্রি হেলথ কেয়ারের চিকিৎসার নামে ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির প্রবাসীদের কাছ থেকে কোটি কোটি টাকা এনে আতœসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনিরের সেল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
Leave a Reply