মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ বছর কয়েক আগে নিজের পতিত জমিতে শখ করে কলাগাছ লাগিয়েছেন এক প্রান্তিক কৃষক। এ বছর ওই কলা গাছের একটিতে ৩২টি মোর্চা(ফুল) হয়েছে। যা তিনি কখন কল্পনাও করেননি।
আর এতে অবাক হলেও বেজায় খুশি হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার কেশবপুর গ্রামের চৌমুহনী বাজারের পূর্ব পার্শ্বে। ওই কৃষকের নাম কালু হাওলাদার। এ খবরে এলাকায় বেশ চা ল্যের সৃষ্টি হয়েছে।আজ মঙ্গলবার,৬ই মে সকালে কলা গাছটি দেখার জন্য কয়েকশত উৎসুক জনতা ভীড় জমায়। কালু হাওলাদার জানান, আল্লাহতালার কুদরতের কোন শেষ নেই। তিনি ইচ্ছে করলে সবকিছু করতে পারেন। এটা দেখে আমাদের আরও বেশী বেশী আল্লাহতায়ালার ইবাদত করা প্রয়োজন।
আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। স্থানীয় বাসিন্দা নিয়াজ হোসেন বলেন, কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাস সংলগ্ন সড়ক দিয়ে শিকদার বাজার যাবার সময় বিষয়টি প্রথমে আমার চোখে পড়ে। দেখে বেশ অবাক হয়েছি কৌতুহল বশত গ্রামের কয়েকজনকে জানালাম। পর দেখি উৎসুক জনতার ভীড়।
Leave a Reply