মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
মোঃ আমজাদ হোসেন:বাউফল প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার থেকে কেশবপুর বাজার যাওয়ার মহা সরকে এ ঘটনা ঘটে।দূর্গটনাস্থল মমিনপুর বাজার থেকে ৩০০ গজ পশ্চিমপাশে আব্দুল হালিমের চায়ের দোকানের সামনে।
ঘটনাস্থল থেকে যানাযায়,মমিনপুর গ্রামের মোঃ মনু ভূইয়ার স্ত্রী মোসা:নূরজাহান বেগম (৫৫)নামের এক মহিলা বেপরোয়া মটর সাইকেল চালক মোঃ মিরাজ গাজি ওরফে পিচ্চি হান্নান এর ভারায় চালিত মটর সাইকেল থেকে পরেগিয়ে মাথায় প্রচন্ড আঘাত লেগে রক্তাআক্ত হয়ে আল্প কিছুক্ষণ পরই মারা যায়।
মোসা:নূরজাহানের ছেলে মোঃ ইব্রাহিম এর কাছে যানাযায়,গতকাল দুপুর পোনে দুইটার সময় মা’ নূরজাহান বেগম তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কেশবপুর গ্রামে তার বাপের বাড়ী যাওয়ার জন্য মমিনপুর বাজার থেকে মোঃ মিরাজের মটর সাইকেলে পাঠিয়ে ছিলাম আমি,আল্প কিছুক্ষণ পরেই শুনি মা মটর সাইকেল থেকে পরে গিয়েছে,আমরা দৌরেগিয়ে মাকে বাজারের ফার্মিসিতে আনার পরেই দেখি মা আমাদেরকে ছেরে চিরো বিদায় নিয়ে চলে গেলেন।
কিভাবে মটর সাইকেল থেকে পরেছে এতো ভালো রাস্তায়,ওখানেত রাস্তা ভাংগাওনা তেমন কোন মোচরও নেই যেকারনে মহিলা হুন্ডা থেকে পড়ে যাবে।এরকম কিছু যানার জন্য মোঃ মিরাজ, ওরফে হান্নানের কাছে যানার জন্য তার মুঠো ফোনে ০১৭২৮৮৩০১৬৫ নাম্বারে একাদিক বার ফোন করা হলেও সে ফোন রিসিব করেনি।তবে ঐ এলাকার লোক জনের কাছে যানাযায় মোঃ মিরাজ গাজি বেপরোয়া ভাবেই হুন্ডা চালায়,এরকম ঘটনা সে আরো ঘটিয়েছে তবে কোন লোক মারা নাগেলেও অনেক আহত হইছে।
এ দূর্গটনার বিষয় কেশবপুর ইউনিয়নে সফল চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন লাভলু সাহেবের কাছে যানতে চাওয়ার জন্য তার মূঠো ফোনে কথা বলা হয়,তিনি দূর্গটনার সত্ব্যতা স্বিকার ও নিশ্চিত করেন।ঘটনা সম্পর্কে বাউফল থানায় যোগাযোগ করার জন্য ওসি বাউফলের,০১৭১৩৩৭৪৩১৯, নাম্বারে কয়এক বার ফোন করা হলেও নাম্বারটি বন্দ পাওয়া যায়।
Leave a Reply