বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে শাকিব ছুঁলেন নতুন মাইলফলক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে শাকিব ছুঁলেন নতুন মাইলফলক

বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে শাকিব ছুঁলেন নতুন মাইলফলক




অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার ওয়ানডে-তে নিজেদের সর্বোচ্চ রান করল বাংলাদেশ। একই দিনে বিশ্বের একনম্বর অলরাউন্ডার শাকিব আল হাসান ১১ হাজার রানের মাইলফলক পেরোলেন।

আর পাঁচ রান করলেই শাকিব গড়তেন অনন্য এক রেকর্ড। প্রোটিয়াদের বিরুদ্ধে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংস গড়লেন শাকিব। ৮৪ বলে ৭৫ রানের ইনিংস খেলার পথে দ্বিতীয় বাংলদেশি ক্রিকেটার হিসাবে ১১ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন এই বাঁ হাতি অলরাউন্ডার। তাঁর আগে এই নজির গড়েছিলেন ওপেনার তামিম ইকবাল।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৬ সালে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন শাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের রেকর্ড ছাড়াও টেস্টে ৩,৮০৭ রান করেন শাকিব। ওয়ানডে ম্যাচে ৫,৭৯২ এবং টি টোয়েন্টিতে তিনি করেন ১,৪৭১ রান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন তিনি পূর্ণ করেন তাঁর কেরিয়ারের ৪২তম অর্ধশতক। এ দিনের ম্যাচে ৮৪ বলে ৭৫ রানের পরিণত ইনিংস খেলেন তিনি। ৮টি চার এবং ১টি ছয়ে সাজানো ছিল শাকিবের কার্যকরী ইনিংস। ইমরান তাহিরের বল বুঝতে না পেরে আউট হওয়ার আগে বাংলাদেশকে নিরাপদ স্কোরে পৌঁছে দেন তিনি এবং মুশফিকুর। ২০০৭ সাল থেকে পর পর চারটি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশতক করে আরও এক অনন্য নজির গড়েন এই অলরাউন্ডার।

শাকিবের সামনে রয়েছে আরও একটি রেকর্ডের হাতছানি। এদিনের ম্যাচে যদি তিনি একটি উইকেট পেয়ে যান তাহলে ২৫০ উইকেটের মালিক হবেন দেশের প্রাক্তন অধিনায়ক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD