শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ “ বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বাধীক গুরুত্ব দিচ্ছে। সরকারের পদক্ষেপগুলো ঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে। শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক স্তরই গুরুত্বপূর্ন। শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হিসাবে গড়তে শিক্ষকদের ভুমিকা মক্তিশালী”। বরিশালের বাবুগঞ্জের ডিক্রিরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি ও তৎসংলগ্ন ডিক্রিরচর প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ দেলওয়ার হোসেন এসব কথা বলেন।
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ও বরিশাল ৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান তার বক্তব্যে মাধ্যমিক বিদ্যালয় মেরামতের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা ও প্রথমিক বিদ্যালয়ের ফ্যান ক্রয়ের জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান প্রদানের ঘোষনা করেন।
সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা কামাল চিশতী,সেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু,ইউপি সদস্য জাকির হোসেন, ডিক্রিরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম,খন্ডকালীন শিক্ষক মাজহারুল ইসলাম,সাহিন হোসেন,সায়েম হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন কৃষি শিক্ষক আরিফুর রহমান।
Leave a Reply