মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক পদে নতুনভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ৭ অক্টোবর, ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়। নতুন পরিচালক হিসেবে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীরকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলির মাধ্যমে শেবামেক হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি জনস্বার্থে জারি করা এক আদেশ এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল। এখানে দুর্নীতি, ঠিকাদারি সিন্ডিকেট, জনবল সংকটসহ নানা ভোগান্তি ছিল। বিশেষত জুলাই মাসে অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক ও শিক্ষার্থীরা শেবামেক হাসপাতালের পরিচালনায় সেনাবাহিনীর কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছিলেন। তাদের দাবির মধ্যে ছিল হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
তাদের আশা, সেনাবাহিনীর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা হাসপাতালের ব্যবস্থাপনায় আনা হলে রোগীদের সেবা বৃদ্ধি পাবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। এ পদে সেনাবাহিনীর কর্মকর্তা নিয়োগের মাধ্যমে হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অন্যান্য সমস্যার সমাধান হবে, এমন প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক পদে সেনাবাহিনীর কর্মকর্তার নিয়োগ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর হচ্ছেন প্রথম সেনা কর্মকর্তা, যিনি এই পদে নিয়োগ পাচ্ছেন। তবে, শেবামেক হাসপাতালের অনেক শিক্ষার্থী সেনাবাহিনীর বিভিন্ন পদে কর্মরত রয়েছেন।
এই পদক্ষেপ দক্ষিণাঞ্চলের হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন দিশা এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে, এবং এতে হাসপাতালের মানোন্নয়ন, রোগীদের সেবা, এবং চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নতুন আশার সঞ্চার হতে পারে।।
Leave a Reply