শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ছেলেদের ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। আজ শনিবার অনুষ্ঠিত ফাইনালে বরেন্দ্র নর্থ জোনকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ-সাফল্য পায় তারা।
চার দলের এই প্রতিযোগিতায় জিসান আলমের চমৎকার সেঞ্চুরিতে জাহাঙ্গীরাবাদ এই দারুণ সাফল্য পেয়েছে। অবশ্য মেয়েদের বিভাগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ নীল দল। ছেলেদের ক্রিকেটে চট্টলা ব্রোঞ্জ পদক জিতেছে।
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ব্যাট করে ২৭০ রান করে বরেন্দ্র। নাঈমের সেঞ্চুরি (১২৮) ও মিনহাজুলের হাফ-সেঞ্চুরিতে (৬৫) এই বড় সংগ্রহ গড়ে বরেন্দ্র।
জাহাঙ্গীরাবাদের হয়ে শাহরিয়ার তিন উইকেট নিয়েও পারেননি প্রতিপক্ষের বড় সংগ্রহের পথে বাধা হতে। বড় লক্ষ্যের জবাবে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় জাহাঙ্গীরাবাদ। জিসান ১১৯ বলে ১৬৯ রানের জলমলে ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তিনি ২০টি চার ও ৮ ছক্কায় ইনিংসটি সাজান। আর আমির অপরাজিত ৪৬ রান করেন।
Leave a Reply