রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে এসএসসি পরীক্ষাদের কাছ থেকে পুনরায় প্রবেশপত্র ফি ও ব্যবহারিক পরীক্ষার নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে জেলার অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় পরীক্ষার্থীরা কেন্দ্র ফি সহ সব টাকা পরিশোধ করা সত্বেও পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র প্রদানের ক্ষেত্রে ৬০০ থেকে ৭০০ টাকা করে আদায় করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজ ও আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা এইচএসসির প্রবেশপত্র ও ব্যবহারিকের নামে ১০০ থেকে ১৫০ টাকা করে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আদায় করে নিচ্ছেন।
অভিবাবকরা জানিয়েছেন কলেজে শিক্ষকদের ধার্যকৃত ৬০০/৭০০ টাকা থেকে কিছু টাকা কম দেওয়াতে পরীক্ষার্থীর মুখে টাকা ছুরে মারা হয়েছে।
এবিষয়ে ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নাছির ইকবাল স্যারের সাথে কথা বলে জানা গেছে তার কোন ছাত্রী/ছাত্রীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য কোন ধরনের টাকা-পয়সা নিচ্ছনা। এপ্রসঙ্গে আমার ছাত্র/ছাত্রীদের কাছ থেকে সরাসরি ভাবে আমাদের অভিযোগে জানানো হয়েছে তাদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য রেগুলার পরীক্ষার্থী ৬০০টাকা কেযুয়ালদের ৪০০টাকা করে বাধ্যতামূলক ভাবে নেওয়া হয়েছে।অন্যদিকে কলেজের সভাপতি মোঃ আলী হাওলাদার জানিয়েছেন তাদের কলেজে ৬০০টাকা ও মাহিলাড়া ডিগ্রি কলেজে ৭০০টাকা করে নেওয়া হয়েছে।
একাধিক অভিভাবরা জানান, সম্প্রতি সময়ে ফরম পূরনের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের বরিশাল অফিসে তলব করেছিলেন। ওইসময় কতিপয় শিক্ষার্থী প্রধান শিক্ষকদের শেখানো বুলি দুদক কর্মকর্তাদের কাছে পেশ করে জানিয়েছে, তাদের কাছ থেকে অতিরিক্ত কোন অর্থ নেয়া হয়নি। পরবর্তীতে দুদক কর্মকর্তাদের ঘুষ দেয়ার অজুহাতে ওইসব বিদ্যালয়ের ফান্ড থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট প্রধানশিক্ষকরা।
এসব অভিযোগ অস্বীকার করে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার অভিযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকরা জানান, প্রবেশপত্রের জন্য কোন টাকা নেয়া হয়নি। শিক্ষার্থীদের কাছ থেকে স্কুলের পাওনা টাকা আদায় করা হয়েছে।
বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী ও মেজিস্ট্রেট খালেদা নাসরিনকে জানানো হলে তিনি জানান প্রবেশপত্রের জন্য বরিশাল শিক্ষা বোর্ড থেকে কোন ধরনের টাকা-পয়সা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি। বা এর আগে থেকেই এইচএসসি’র প্রবেশপত্র প্রদানের ক্ষেত্রে ফি না নেয়ার জন্য সব কলেজের অধ্যক্ষদের জানানো হয়েছে । এরপরেও তারা ফি নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply