সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বামনা উপজেলায় ‘সৌদি প্রবাসী হাসপাতালে’ ভুল চিকিৎসায় ইউসুফ (১৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।মৃত শিশু ইউসুফ উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের শাহ আলম আকনের ছেলে।
শিশুটির পরিবারের অভিযোগ চিকৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে ইউসুফের মৃত্যু হয়েছে।জানা যায়, বুধবার শিশুটি জ্বরে আক্রান্ত হলে তাকে সকালের দিকে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। এ সময় চিকিৎসক মো. আমির হামজা শিশুটিকে ৪টি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই সে মারা যায়।
শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে শিশুটির প্রচণ্ড জ্বর আর মাথা ব্যাথার কারণে শিশুটিকে সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। ভর্তি হওয়ার আগে হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা ওই শিশুটির কোনো ধরনের মেডিকেল পরীক্ষা করানোর পরামর্শ দেয়নি বলে অভিযোগ করে শিশুটির বাবা শাহ আলম আকন।
তিনি বলেন, আমার ছেলেকে জ্বর নিয়ে ভর্তি হওয়ার জন্য গেলে চিকিৎসকরা কোনো প্রকার ডেঙ্গু বা অন্য কোনো স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেয়নি। তারা তাদের ইচ্ছে মতো ইনজেকশন দিয়েছেন। এমনকি এখানে যদি চিকিৎসা দেওয়া সম্ভব না হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ অন্য কোনো হাসপাতালে পাঠাতে পারত কিন্তু তা করেনি।সরেজমিনে সৌদি প্রবাসী হাসপাতালে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি।
এ ব্যাপারে চিকিৎসক ডা. আমির হামজার বলেন, আমি রোগীর অবস্থা খুবই খারাপ দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং বরিশালে নেওয়ার কথা বলেছি কিন্ত এর কিছুক্ষণ পরই রোগী মারা যায়।
Leave a Reply