রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ দিন যত সামনে যাচ্ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে আমতলীতে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব হোসেন দম্পতিসহ এ উপজেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্য থেকে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসা নিলেও বাকীরা চিকিৎসকের পরামর্শে স্ব স্ব বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোনায়েম সাদ মুঠোফোনে বলেন, আমতলী উপজেলায় এখন পর্যন্ত এক বিচারক দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, সরকার ঘোষিত ১৮ দফা ও স্বাস্থ্যবিধি মেনে না চলার ফলে করোনার সংক্রমণ বৃদ্ধির আংশঙ্কা রয়েছে।
Leave a Reply