বুধবার, ১৪ মে ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বঙ্গোপসাগরে বর্তমানে শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় নেই, তবে সোশ্যাল মিডিয়ায় একটি নতুন গুজব ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় “শক্তি” বাংলাদেশে আঘাত হানতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দেশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
ঘূর্ণিঝড় “শক্তি” নামকরণটি আসলে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে ছড়ানো হয়েছে। আসলে এই নাম সিরিয়াল অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে, কিন্তু সেটি কখন তৈরি হবে এবং কোথায় আঘাত হানবে তা এখনও অজানা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিক তথ্য পাওয়ার জন্য ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার পরই পরিস্থিতি স্পষ্ট হবে।
বর্তমানে মেঘালয়ের ওপর বেশ কিছু বৈশ্বিক ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেগুলোর কোনো একটির আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে প্রবাহিত হলে তার নাম হবে “শক্তি”। কিন্তু এতে যে কোনো ধরনের হুমকি হবে এমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
আবহাওয়া বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন, আগামী মাসের শেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে তার ঠিক কোথায় আঘাত হানবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। কিছু প্রাথমিক আঘাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা থেকে চট্টগ্রাম পর্যন্ত, কিন্তু সব কিছুই সময়ের ওপর নির্ভর করছে। গুজবের কারণে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply