সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গবন্ধু দেশে না ফিরলে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেত না বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। তিনি বলেন, ‘জাতির পিতা যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
গতকাল রোববার ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও এর আইনি তাৎপর্য’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি বিজয়ের পূর্ণতা লাভ করেছিল। ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় অর্জন করলেও বিজয়ের স্বাদ অবলোকন করার জন্য আমাদেরকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমিকাস গিল্ডের আয়োজনে ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ্। এ ছাড়া বিশেষ আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান।
Leave a Reply