বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব সরকারের, রাজনৈতিক দলের নয়। সরকারের প্রধান উপদেষ্টা একজন বিশ্বপরিচিত ব্যক্তি, তার ঘোষিত সময়সূচি থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্দেশ্যে নানা বক্তব্য দিয়ে থাকে। এটি রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। তবে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই নির্বাচনকালীন সময়ে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আইন উপদেষ্টা আরও জানান, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কারের জন্য সুপারিশ চূড়ান্ত হয়েছে। আগামী দুয়েক মাসের মধ্যেই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। এ বিষয়ে কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সুষ্ঠু হয়, সেজন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা অর্জন করা সরকারের প্রধান লক্ষ্য। প্রতিটি নাগরিক যেন সমান সুযোগে ভোট দিতে পারে, তা নিশ্চিত করা হবে।
আসিফ নজরুল মনে করিয়ে দেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ও প্রশাসনিক সব উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভোটের পরিবেশ নিরপেক্ষ থাকে। তিনি বলেন, দেশের মানুষ চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, আর সরকার সেই প্রত্যাশা পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আইন উপদেষ্টার এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই পিছিয়ে যাবে না। নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে এবং তা হবে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে।
Leave a Reply