রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা সড়ক পরিবহন (বাস, মিনিবাস কোচ মাইক্রোবাস) শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের দুর্নীতি , অর্থ আত্মসাত ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ফরিদ সর্দারকে অনাস্থা দিয়ে তাকে আজীবনের জন্য বহিস্কারের কথাও জানানো হয়েছে। মঙ্গলবার নথুল্লাহবাদ বাস টার্মিনালে ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্যে পাঠ করেন সহ-সভাপতি শাহাদাত হোসেন লিটন।
লিখিত বক্তব্যে লিটন বলেন, সাত বছর আগে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও ফরিদ হোসেন সর্দারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এরপর সভাপতি জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর পর একাধিক বার শ্রমিকরা নির্বাচনের প্রস্তুতি নিলেও ফরিদের প্রভাবের কারনে নির্বাচন করা যায়নি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ফরিদ নথুল্লাবাদ বাস টার্মিনালে ফেরি করে কসমেটিক্স বিক্রি করতো। গৌরনদীর বাসিন্দা ফরিদ এক প্রভাবশালী নেতার প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সভাপতির স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে ইউনিয়নের ৪ থেকে ৫ কোটি টাাকা আত্মসাত করেছে। শ্রমিক ইউনিয়নের টাকা আত্মসাত করে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ দুদকেও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শ্রমিক কল্যান ফান্ডের টাকা আত্মসাত বহিরাগতদের শ্রমিক কার্ড দেয়া, দুরপাল্লার বাসের সার্ভিস চার্জের টাকা আত্মসাত, শ্রমিক ইউনিয়নের ষ্টলের জামানত, কাউন্টারের জামানত, ভাড়া, শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন বাসের জামানত ও ভাড়া, জনতা ব্যাংকে ইউনিয়নের এফডিআরের টাকা আত্মসাতের অভিযোগে শোকজ করা হয়। কিন্তু সে শোকজের জবাব দেয়নি। তাই সর্বসম্মতিক্রমে তার প্রতি অনাস্থা জানিয়ে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।
Leave a Reply