বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও জানান, এবারের নির্বাচন ইভিএমের মাধ্যমে নয়, ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে সিইসি বলেন, “জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই প্রস্তুতি শুরু করেছি এবং আমাদের কাছে প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে।” তিনি জানান, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমা ইঙ্গিত দিয়েছেন, সে অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিইসি জানান, “প্রধান উপদেষ্টা শুধু জাতীয় নির্বাচন সম্পর্কিত সময়সীমা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। রাজনৈতিক দলগুলোরও সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে।” তিনি বলেন, সরকার বদলির জন্যও তারা সংসদ নির্বাচনই ভাবছেন।
এম এম নাসির উদ্দিন সীমানা পুনঃনির্ধারণের ব্যাপারে জানান, এটি “ন্যায্যতার ভিত্তিতে” করা হবে। তিনি বলেন, “আগের সীমানা নির্ধারণে কোনো অনিয়ম বা উদ্দেশ্যপ্রণোদিত সীমানা পুনঃনির্ধারণ থাকলে, তা আমরা অবশ্যই খতিয়ে দেখব।”
ভোটার তালিকা নিয়ে সিইসি বলেন, আগামী দুই মাসের মধ্যে নতুন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হবে। পুরনো তালিকা থেকে যারা মারা গেছেন, বাদ পড়েছেন, কিংবা বিদেশিরা ভোটার হয়ে গেছেন, তাদের তথ্য যাচাই করে সংশোধন করা হবে।
এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, কমিশন এখনো প্রকাশ্যে রোডম্যাপ ঘোষণা করার চিন্তা করছে না। তবে, তাদের কাছে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা রয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়।
তিনি জানান, আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আলোচনার বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না, কারণ এটি রাজনৈতিক সিদ্ধান্ত।
শেষে, তিনি নিশ্চিত করেছেন যে, পরবর্তী জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমেই অনুষ্ঠিত হবে, ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেই।
Leave a Reply