মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পুত্রবধূকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া সেই শ্বশুর পুলিশের হাতে ধরা পড়েছেন। তিনি এখন কারাগারে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৈবর্তগাঁতী গ্রামের মৃত রমজান আলীর ছেলে আবু সাইদ (৪৫) গত ২৫ জানুয়ারি তার পুত্রবধূকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এর ২৯ দিন পর রোববার সিরাজগঞ্জ শহর থেকে পুলিশ আবু সাইদকে গ্রেপ্তার করে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রিপন সাহা জানান, পুত্রবধূকে নিয়ে পালানোর পর ছেলে আব্দুস সালাম উল্লাপাড়া মডেল থানায় ২৬ জানুয়ারি তার বাবা আবু সাইদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। পুলিশ এই মামলা গ্রহণের পর থেকে আবু সাইদকে খুঁজছিল। গ্রেপ্তারের সময় আবু সাইদের পুত্রবধূকেও উদ্ধার করেছে পুলিশ। তাদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
Leave a Reply