সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আদর্শ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুর সরকারি মহিলা কলেজে মুজিব ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও সরকারি মহিলা কলেজ যৌথভাবে এ সভার আয়োজন করে। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ফরিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথি বলেন, ‘বঙ্গবন্ধুর কর্মময় জীবন, দেশপ্রেম, জেলজুলুম, নির্যাতন সহ্য করার লক্ষ্য ছিল তার প্রিয় মাতৃভূমির স্বাধীনতা। মুজিববর্ষের ক্ষণগণনায় আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। ১৭ মার্চ থেকে মুজিববর্ষ শুরু করার এবং বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের মানুষকে মুজিবময় করে তোলা।’
Leave a Reply