সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে পাচারকালে ৫০ মণ জাটকা আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার গভীর রাতে কোস্টগার্ড গোপনে তথ্য পেয়ে অভিযান চালিয়ে বেকুটিয়া ফেরিঘাটে এ জাটকা আটক করে। আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার নিকট আটককৃত জাটকা হস্তান্তর কওে কোস্টগার্ড। আটককৃত জাটকার মূল্য ৮ লাখ টাকা বলে বিষয়টি কোস্টগার্ডের সদস্যরা নিশ্চিত করেন।
জানা গেছে , বৃহস্পতিবার গোপনে তথ্য পেয়ে কোস্টগার্ড এর টিমলিডার শের আলীর নেতৃত্বে রাত ২টার দিকে অভিযান চালিয়ে বেকুটিয়া ফেরিঘাটে মহিপুর কুয়াকাটা থেকে আসা সাক্ষীরা-খুলনাগামী মিমজাল (ঢাকা মেট্রো ব-১৫-০৯৯৬) একটি পরিবহন বাসে তল্লাশি চালায়। এ সময় ১৩টি কার্টুন ভর্তি ৫০ মণ জাটকা মাছ আটক করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা। আটককৃত জাটকা উপজেলার অর্ধশত এতিমখানা ও ৬ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। পরিবহন বাসটি পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
কোস্টগার্ডের টিমলিডার শের আলীর জানান, একই কৌশলে একই কায়দায় ১ মাস পূর্বে কোস্টগার্ড সড়ক পথে পাচারকালে জাটকা আটক করেছিল।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Leave a Reply