পিরোজপুরে নদীতে বিষ ঢেলে মাছ নিধন Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




পিরোজপুরে নদীতে বিষ ঢেলে মাছ নিধন

পিরোজপুরে নদীতে বিষ ঢেলে মাছ নিধন

পিরোজপুরে নদীতে বিষ ঢেলে মাছ নিধন




কাউখালী প্রতিনিধি॥ কাউখালীর বিভিন্ন নদী ও খালের বিষ ঢেলে একশ্রেণির দুর্বত্তরা প্রতিবছর এই সয়ম মাছ নিধন করে। গতকাল সোমবার সন্ধ্যায় ভরা পূর্ণিমা যোগে মাছ গুলো যখন চলাচল করে এবং নদী থেকে ডাঙ্গায় আসতে থাকে ঠিক এইসময় দুর্বৃত্তরা গোন খন বুঝে চিরাপাড়া নদীতে বিষ প্রয়োগ করে।

 

 

চিরাপাড়া নদীর কাঠালিয়া থেকে সন্ধ্যা নদীর মোহনা পর্যন্ত প্রায় ২-৩ কিলোমিটার জুড়ে সন্ধ্যার আগেই দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে কিছু সময়ের মধ্যেই নদীতে মাছের ছুটাছুটি শুরু হয় তখনই এলাকার সাধারণ মানুষ মাছ নিধনের মহোৎসবে মেতে ওঠে। আবার শত শত জনতা এ দৃশ্য উপভোগ করে। এমনকি এই মাছ ধরায় অংশ গ্রহণ করে নদীর দুই পাড়ের বৃদ্ধ, যুবক, যুবতী, গৃহবধূ এমনকি উঠতি বয়সের মেয়েরাও। মাছ ভেসে উঠলে যে যার মতো করে ধরে নিয়ে যায়।

 

 

একটু অন্ধকার ঘনিয়ে আসলেই দুর্বৃত্তরা জাল দিয়ে মাছ গুলো সহজেই ধরে নিয়ে সটকে পড়ে। অতি মাত্রায় বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রকার ছোট বড় মাছ এমনকি পানিতে বসবাস কারী বিভিন্ন প্রকার প্রাণীও মরেছে এবং পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। অপরদিকে পানি দূষিত হয় ডায়রিয়া আমাশা সহ নানা প্রকার পানি বাহিত রোগ ব্যাধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

 

বিষয়টি বার বার প্রশাসনকে জানালে এবং উপজেলা আইন শৃক্সখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হলেও আজ পর্যন্ত এদের কাউকে আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

 

 

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিভূষণ পাল জানান, বিষয়টি আমাদের নজরে আসছে, আইন শৃক্সখলা বাহিনীকে তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD