সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ করোনাভাইরাসে পিরোজপুরের প্রথম আক্রান্ত ব্যক্তি ১৪ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (২৫ এপ্রিল) দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় উপজেলার পাতাকাটা এলাকার ওই ব্যক্তি ছাড়পত্র পান।
এরআগে গত ১১ এপ্রিল নারায়নগঞ্জ ফেরত ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এরপর থেকে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়মিত চিকিৎসায় ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান জানান, “করোনা আক্রান্ত ওই রোগীর হালকা জ্বর,কাশি ও গলা ব্যথা ছিল। সাধারণ চিকিৎসায় ৫ দিনের মাথায় রিপোর্ট নেগেটিভ আসে। পরে ২ বার নেগিটিভ রিপোর্ট পেয়ে আজ ২৫ এপ্রিল তাকে ছাড় পত্র দেয়া হয়।
Leave a Reply